শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় যমুনা স্পারে ঘুরতে গিয়ে মোবাইলে সেলফি তোলার সময় নদীতে পড়ে নিখোঁজ শিক্ষার্থী জুনায়েদ (১৮) নামের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্হানীয় জেলেরা ।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বগুড়ার ধনুট উপজেলার ভান্ডারবাড়ি শিমুলবাড়ী বন্যা নিযন্ত্রণ স্পার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজ শিক্ষার্থী জুনায়েদ বগুড়ার শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলাম এর ছেলে।তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজের(আরডিএ) উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন বলেন,গতকাল চার বন্ধু ধনুটের শিমুলবাড়ী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় যমুনা নদীতে নেমে সেলফি তুলছিলেন।
এ সময় অসাবধানতাবশত তারা নদীতে পড়ে ডুবে যান।স্হানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে জুনায়েদ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শত চেষ্টা করেও জুনায়েদকে উদ্ধারে ব্যর্থ হন। শনিবার সকালে স্হানীয় জেলেরা তাকে উদ্ধার করে।
ধনুট থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, শিক্ষার্থী জুনায়েদ নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করেছে স্হানীয় জেলেরা।
মরদেহটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিক্ষার্থী জুনায়েদ লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/