চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রায় ছয় ঘণ্টা ধরে উদ্ধার কাজ চললেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং মূল উদ্ধার কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত উদ্ধার কাজ শেষ হবে।
রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে আসা ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হয়, ফলে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সিলেট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি, যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি বিরাজ করছে।
স্টেশন সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ বিলম্বিত হলে সকালে সিলেট থেকে ঢাকাগামী ও চট্টগ্রামগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটতে পারে। ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ট্রেনগুলোকেও মোগলাবাজার এলাকায় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না লাইনচ্যুত বগিটি সরানো হয়।
এদিকে, স্টেশনে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে সরকারি ছুটির পর রোববার অফিস ধরতে পারবেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসা সংক্রান্ত জরুরি যাত্রার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন অনেকে।
স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হলেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্যেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি।
রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করা যাচ্ছে সকাল ৯টার মধ্যে লাইনটি চালু করা সম্ভব হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/