শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে রাজনৈতিক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য ইয়াসিন উল কবির বকুল ( ৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ ডিসেম্বর (রোববার) দুপুর সোয়া ১২ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে উয়াসিন উল কবির বকুলকে গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াসিন উল কবির বকুল বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।
এসব তথ্য নিশিত করেছে শেরপুর থানর অফিসার ইনচার্জ (ওসি) শাফিকুল ইসকাম শফিক।
ওসি শফিকুল ইসলাম জানান,গত ৫ নভেম্বর দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী ইয়াসিন উল কবির বকুল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/