দীর্ঘ প্রেমের গুঞ্জনে অবশেষে সিলমোহর পড়ল। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। পাত্র পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব।
তাদের দুজনের প্রেমের গুঞ্জন প্রায় এক যুগের।
বিভিন্ন সময়েই তাদের একসঙ্গে দেখা গেছে। তবে সে সময় বিষয়টি প্রকাশ করতে রাজি হননি দুজনের কেউই।
এদিকে দুপুর থেকে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিয়ের খবর ছড়ালে মুখে কুলুপ এঁটে থাকেন। অবশেষে মেহজাবীন চৌধুরী নিশ্চিত করলেন বিয়ের খবর।
জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর একটি রিসোর্টে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হবে এবং এর পরদিন ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিয়ের অনুষ্ঠান কখন, কোথায় এসব বিষয়ে কিছুই জানাতে চাননি তাদের কেউই।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/