শাহজাহান আলী ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শষ্য ভান্ডার হিসেবে খ্যাত শিবগঞ্জ উপজেলা। চলতি মৌসুমে এ উপজেলার ১৭ টি হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পৃথক দুটি স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ২টার দিকে উপজেলার বলরামপুর শাহসুলতান হিমাগার ও বেলা ৪ ঘটিকায় খয়রাপুকুর বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আলু ব্যবসায়ী ও কৃষকদের আয়োজনে বলরামপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আলু ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আইয়্যুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাধুরিয়া বলরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মন্ডল, সাধারণ সম্পাদক আবু তালেব, কৃষক আব্দুল মালেক, এরশাদুল প্রমুখ।
অপরদিকে উপজেলার খয়রাপুকুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পিরব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনছান আলী, খয়রাপুকুর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আলু ব্যবসায়ী নয়ন মাষ্টার, হাজী হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান, সোহরাব রোস্তম কৃষক সাইদুল, আশরাফ, রুবেল প্রমুখ।
উভয়স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত আলু ব্যবসায়ী ও কৃষকরা জানান, হিমাগার কর্তৃপক্ষ কোন কিছু না জানিয়েই বিভিন্ন অজুহাতে চলতি মৌসুমে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারন করেছে।
আমরা অবিলম্বে ভাড়া কমিয়ে কৃষকদের রক্ষার জন্য প্রশাসনের নিকট দাবী করছি। দাবী পুরন না হলে সকল আলু ব্যবসায়ী ও কৃষক একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, চলতি মৌসুমে হিমাগারের ভাড়া বৃদ্ধির বিষয়টি আমরা জেনেছি।
আগামী দুই এক দিনের মধ্যে উপজেলার আলু ব্যবসায়ী, কৃষক ও হিমাগার কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/