শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্হার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্ট ৪ উপজলের দলের মধ্যে ফাইলান খেলা অনুষ্ঠিত হয়।
২২ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ও বিকালে এই খেলা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথমটিতে উত্তেজনাপূর্ন ম্যাচে দুপচাঁচিয়া উপজেলা দলকে ৪ রানে হারায় শেরপুর উপজেলা দল।
দ্বিতীয়টিতে সারিশাকান্দি উপজেলা দলের বিপক্ষে ৩৪ রানের জয় পায় শাজাহানপুর উপজেলা দল।
সকালে টসে জিতে দুপচাঁচিয়া উপজেলা দল শেরপুর উপজেলা দলকে ব্যাট করতে পাঠায়।তারা ১৯ দশমিক ৩ ওভারে ১২৯ রানে অলআউট হয়।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জুবির।এছাড়া আশিকের Chevy থেকে আসে ১৮ রান। দুপচাঁচিয়া উপজেলা দলের তানভির ৪টি,ফাইম ও মাহবুব ২টি করে উইকেট তুলে নেন।
জবাবে ভালো সূচনা করেও ১ বল বাকি থাকতে ১২৫ রানে থেমে যায় দুপচাঁচিয়া উপজেলা দল। এর ফলে ৪ রানে জয় পায় শেরপুর উপজেলা দল।
দুপচাঁচিয়ার জামি ৪০ রান,সাবিত ৩৬ এবং মনা ১৬ রান করেন। শেরপুর উপজেলা দলের সোহেল ৪টি,নিশাত ২টি এবং আল আমিন,ইমরান ও আশিক ১টি করে উইকেট শিকার করেন। বিজয়ী দলের জুবেরি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের অপর ম্যাচে সারিয়াকান্দি উপজেলা দলকে ৩৪ রানে পরাজিত করেছে শাজাহানপুর উপজেলা দল। টসে জিতে শাজাহানপুর উপজেলা দল প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন শিপন। এছাড় সুমনের ব্যাট থেকে আসে ২৫ রান।সারিয়াকান্দি উপজেলা দলের নাহিদ(১) ও নাহিদ(২) ২টি করে উইকেট লাভ করেন।এছাড় সৈকত ও অমান ১টি করে উইকেট পান।
জবাবে সারিয়াকান্দি উপজেলা দল ১৮ দশমিক ৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়।দলের পক্ষে পৃথিবী সর্বোচ্চ ৩৪ এবং আফ্রিদি ২৪ রান করেন।
শাজাহানপুর উপজেলা দলের ইফতি ৩টি,রিকি ও মিথন ২টি এবং মারুফ ও শিহাব ১টি করে উইকেট শিকার করেন। এ ম্যাচে শাজাহানপুর উপজেলা দলের ইফতি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। এসময় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য খালিদ মাহমুদ রুবেল উপস্থিত ছিলেন।
ম্যাচ দু'টি পরিচালনা করেন বিপুল ও রাহিদ।রোববার সকাল ৯ টায় বগুড়া সদর বনাম কাহালু এবং দুপুর ১ টায় শাজাহানপুর বনাম গাবতলী উপজেলা দল মুখোমুখি হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/