জাবি প্রতিনিধি: সাংগাঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।
এ নির্বাহী কমিটিতে আহ্বায়ক হিসাবে আছেন ইয়াহিয়া জিসান, সদস্য সচিব হিসেবে আছেন ইখতিয়ার উদ্দীন মাহমুদ এবং মুখপাত্র হিসাবে আছেন হুসনী মোবারক।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সার্বিক সংস্কারের লক্ষে গঠিত সংগঠন জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন সার্বিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ নির্বাহী কমিটির ঘোষনা দেয়।
এ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আরো আছেন আইন ও বিচার বিভাগের আমীর ফয়সাল, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম ফিরোজ সরকার, ইতহাস বিভাগের সীমা আক্তার, প্রাণিবিদ্যা বিভাগের সাজেদুল কালাম ও তাহজিবুল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সোহানুর রহমান হিমেল, রসায়ন বিভাগের ইকবাল হোসাইন, ইংরেজী বিভাগের জাহিদুল ইসলাম, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রাফিদ হাসান রাজন, গণিত বিভাগের জহিরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনার জাওয়াদুল কবির, আইবিএ'র আরিফ হোসাইন, পাবলিক হেলথ & ইনফরমেটিক্স বিভাগের নাঈম ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের মঈনুল হোসেন রাহাত, সিএসই'র মতিউর রহমান মুন্না, বাংলা বিভাগের আবরার শাহরিয়ার, প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞানের নাজিরুল ইসলাম।
নির্বাহী কমিটির আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, গণঅভ্যুত্থানের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শিক্ষার্থীদের চাহিদা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আন্দোলন তার পথচলা অব্যাহত রাখবে।
বিশেষ করে, সিন্ডিকেট পুনর্গঠন, ছাত্রলীগের হামলার বিচার ও মামলা দায়ের, এবং জাকসু পুনরায় চালুর ব্যাপারে আমরা অব্যহতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।
এছাড়া, স্বৈরাচারী শেখ হাসিনা হলসহ পরিবারতান্ত্রিক মনোভাব বজায় রেখে নামকরণ করা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের যে যৌক্তিক দাবি শিক্ষার্থীরা জানিয়েছে, তা এখনও বাস্তবায়ন হয়নি।
আমরা বিশ্বাস করি, একটি নিরাপদ, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের মাধ্যমে জাহাঙ্গীরনগরকে একটি প্রকৃত বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব।
শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের সহায়তায় একটি শিক্ষার্থীবান্ধব আদর্শ ক্যাম্পাস গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষার্থে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগরে সক্রিয় ভূমিকা পালন করছে।
গণঅভ্যুত্থানের স্পিরিট ধারন করে শিক্ষার্থীদের পক্ষে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন ৩৬ দফা দাবি পেশ করেছে।
জাকসু কার্যকর, হামলার বিচার, শহিদদের নামে স্থাপনার নামকরণ, পোষ্যকোটা বাতিল, হাসপাতালের উন্নয়ন, ক্লাসরুম সংকট নিরসন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবান্ধব সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/