মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি; রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৬ ফেব্রুয়ারি রাতে প্রক্টরিয়াল বডির অভিযানে চার বহিরাগত যুগলকে আটক করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থান, যেমন পুলিশ ফাঁড়ি মাঠ ও ভিসি মাঠে অবস্থান নেওয়ার সময় তাদের আটক করা হয়।
এই অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ প্রশাসন একত্রে কাজ করে। আটককৃত যুগলদের প্রথমবারের মতো মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহাবুব জানান, "প্রথমবারের মতো তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে যদি তারা আইন ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন বলেন, "আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে ক্যাম্পাস থেকে চার বহিরাগত যুগলকে আটক করি। প্রক্টর স্যারের নির্দেশে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/