শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদ ভিডিও র্যাবের অভিযানে ১০৩ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
০১মার্চ (শনিবার) রাত পৌণে ২ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে র্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানাধীন ঠেঙ্গামারা পশ্চিমপাড়াস্হ টিএমএসএম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রংপুর- ঢাকা মহাসড়কের উপর অভিযান ও গাড়ি তল্লাশি করে।
এসময় পাঠগ্রাম এক্সপ্রস পরিবহনে যাত্রীবেশে নজরুল ইসলামকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশিত করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া জানতে পারে যে, দিনাজপুর-ঢাকসগামী পাঠগ্রাম এক্সপ্রেস পরিবহনে যাত্রীবেশে একজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল বহন করে নিয়ে আসিতেছে।
এমন সংবাদ ভিত্তিতে শনিবার( ০১ মার্চ)রাত্রি ১.৪০ ঘটিকায় র্যাব-১২, বগুড়ার একটি আভিধানিক দল উক্ত স্হানে অভিযান চালায় নজরুল ইসলামকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি সীমকার্ড ও নগদ ৫০০(পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্ত্তী আইনানুগ র্যবস্হা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/