মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন (BRUDA) ২০২৪-২৫ সালের জন্য তাদের ১২তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সায়মাতুজ্জাহান মুন, সাধারণ সম্পাদক (বিতর্ক) রাইসুল হাসান রুহান এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) জীবন প্রধান ওহি।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
উৎসবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে সাদিয়া সিদ্দিকী নির্জাস, নাজমুস সাকিব ও মুসলিম আরা ইভে।
এছাড়া, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম শান্ত। যুগ্ম সম্পাদক (বাংলা) হিসেবে মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক (ইংরেজি) হিসেবে আশরাফুল ইসলাম নাঈম, যুগ্ম সম্পাদক (ওয়ার্কশপ) হিসেবে মো. ওবাইদুর রহমান শিশির এবং যুগ্ম সম্পাদক (প্রশাসন) হিসেবে নাজিফা তাসনিম নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শাহিনুর রহমান। এছাড়া, সহকারী সংগঠনিক সম্পাদক হিসেবে মো. মিমতাউল ইসলাম মাহিন, মো. আবদুল্লাহ আল হাসান দীপ্ত তালুকদার, মোহাম্মদ সাজিদ হাসান এবং আতিকা রহমান অন্তু মনোনীত হয়েছেন।
অর্থ, প্রশিক্ষণ, গবেষণা, আইটি, যোগাযোগ, প্রকাশনা ও স্কুল-কলেজ বিতর্ক বিভাগে একঝাঁক নতুন নেতৃত্ব এসেছে।
অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সামিয়া হক ইরা, প্রকাশনা ও প্রচার সম্পাদক হয়েছেন মিনহাজুর রহমান মেহেদী, যোগাযোগ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আফিয়া জামান এবং বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন এ.এম. আখলাকুজ্জামান।
আইটি সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. জুনায়েদ হোসেন।
নবনির্বাচিত সভাপতি সায়মাতুজ্জাহান মুন বলেন, "বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডার সভাপতি হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।
এটি শুধু একটি পদ নয়, বরং এটি আমার কাছে একটি দায়িত্ব ও সুযোগ, যেখানে আমি বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারব।
বিতর্ক কেবল যুক্তির লড়াই নয়, এটি আমাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করে, যৌক্তিক চিন্তাভাবনা গড়ে তোলে এবং আত্মবিশ্বাস বাড়ায়। তাই আমি সবাইকে বিতর্কচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানাই।"
অন্যদিকে, সাধারণ সম্পাদক (বিতর্ক) রাইসুল হাসান রুহান বলেন, "আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। BRUDA যুক্তিবাদী ও মুক্তচিন্তার চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এবং আমরা এই ধারা আরও এগিয়ে নিতে কাজ করব।
বিতর্কচর্চার প্রসার, দক্ষ বিতার্কিক তৈরি এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের অবস্থান সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য। সকল সদস্যের সহযোগিতায় BRUDA আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।"
বিতর্ক চর্চায় দীর্ঘ সময় ধরে সক্রিয় BRUDA বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা সংগঠন হিসেবে পরিচিত। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছে শিক্ষার্থীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/