শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অস্থিরতার মধ্যে দেশের মাটিতে নারী বিশ্বকাপ আউওজনের যোগ্যতা হারায় বাংলাদেশ। শুধু তাই নয়, সফরে আসার কথা ছিল নিউ জিল্যান্ড ‘এ’ দলের। তখন সেটি বাতিল হয়। অবশেষে আলোর মুখ দেখছে এই সিরিজ।
আসছে মে’তে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। এই সফরে ওয়ানডে ও চারদিনের ম্যাচ হবে। অবশ্য এখনও পূর্ণাঙ্গ সূচি তৈরি হয়নি। দুই বোর্ড আলোচনা করে সূচি চূড়ান্ত করবে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের চলমান পরিস্থিতি, ভেন্যুসহ সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে নিউ জিল্যান্ড ক্রিকেটের দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে।
এই প্রতিনিধি দলকে মঙ্গলবার (৪ মার্চ, ২০২৫) ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ মিরপুর শের-ই-বাংলা ঘুরিয়ে দেখান। আগামীকালও তাদের ঢাকায় অবস্থানের কথা রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরের সূচি অনুযায়ী দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সূচি চূড়ান্ত না হলেও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকতে পারে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/