আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
আটকের পর স্থানীয়রা চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
সোমবার (৩ মার্চ)ভোর রাতে স্থানীয়রা চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটককৃত চোর চক্রের সদস্য নওগাঁ জেলাধীন রানীনগর উপজেলার বোদলা গ্রামের আব্দুস ছোবহান আলীর ছেলে, এরশাদ আলী (৩৮)।
পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন উপজেলার কাশোপাড়া ইউপির বাঁশবাড়িয়া এলাকায় লবীর উদ্দিনের রাইচ মিলের ট্রান্সফর্মা চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
আটকের পর স্থানীয় কিছু উত্তেজিত জনতা গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে অসুস্থ চোর চক্রের সদস্যকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
চিকিৎসা শেষে পুলিশ অসুস্থ চোর চক্রের সদস্যের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন।
এব্যাপারে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান,বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অপরাধে পেনাল কোড ৩৭৯/৪১১ ধারায় মামলা দিয়ে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/