জাবি প্রতিনিধি: সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদমান অলীভ বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু আজকের ঘটনা না।
এটা যুগের পর যুগ ধরে ঘটে আসছে। আমার কোনো বোন যদি সাধারণ কামিজ পড়েও বাসে উঠে, কেউ কেউ তার দিকেও খারাপ ভাবে তাকায়, আমি আজ ভাই হিসেবে ব্যর্থ।
আমরা যদি তাদের নিরাপত্তা না দিতে পারি তাহলে এই মানববন্ধন কখনোই থামবে না।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, বারবারই একটা বলি যে, হে রাষ্ট্র, মেয়েদের বন্দিত্বের দায় না নিয়ে নিরাপত্তার দায় নাও।
অথচ হতাশার সাথে আমরা দেখি যে, এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধিক আগ্রহী।
মেয়েদের নিরাপত্তাদানের ব্যাপারে তাঁদের ন্যূনতম কোনো আগ্রহ বা সদিচ্ছা আমরা দেখতে পাই না। গত এক মাসে প্রায় ২৩৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
যেটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত নিন্দাজনক। আমরা বারবার দেখছি ধর্ষণের মতো ঘটনা ঘটছে, নিপীড়নমূলক ঘটনা ঘটছে।
বারবার দেখছি নারীর প্রতি সহিংস আচরণ করা হচ্ছে। কিন্তু তাঁর বিপরীতে দোষীদের শাস্তির আওতায় আনতে এই রাষ্ট্র বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এসময় উপস্থিত পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, মোহাম্মদপুরে ২ জন ছাত্রী প্রকাশে সিগারেট খাচ্ছিলো তার প্রেক্ষিতে মব জাস্টিসের নামে হেনস্তা করার ঘটনার প্রতিবাদ।
পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি বৈষম্যের ব্যাপারটি আমাদের দীর্ঘ প্রক্রিয়ার অংশ। এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের পরেও আমরা এই ধরনের মন মানসিকতা থেকে বের হতে পারি নাই।
প্রকাশ্যে ধূমপান করা তো অন্যায় না, এ ধরনের মব জাস্টিসের নামে যে ধরনের নিপীড়ন করা হয়েছে আমি তার নিন্দা জানাই।
মব জাস্টিসের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ধরনের প্রতিবাদে আমাকে ডাকলেই সুযোগ থাকলে আমি অংশগ্রহণ করবো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/