মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ প্রতিবেদক:
বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ করেছেন। যাতে নারী শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারেন ।
বৃহস্পতিবার (৬ই মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন গণপরিবহনে নারী শিক্ষার্থীদের আসন নির্ধারণ করার বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ না থাকা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।
যাতে তারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গণপরিবহন বাসে ভিড় ও নিরাপত্তাহীনতার কারণে নারী শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হন।
অনেক সময় বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে দেখা যায় কেউ কারও প্রতি সম্মান দেখায় না, ফলে নারীরা তাঁদের প্রয়োজনীয় জায়গা পান না।
অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা লজ্জা বা সংকোচের কারণে দাঁড়িয়ে যাতায়াত করেন। এই সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগান্তকারী উদ্যোগ নেন। যাতে করে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা আরামে যাতায়াত করতে পারেন।
ডিআইইউ প্রশাসন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে যেন কোনো পুরুষ শিক্ষার্থীরা বাস ছাড়ার আগে না বসে সেজন্য নির্দেশ দেয়া হচ্ছে।
যদি কোন নারী শিক্ষার্থী সেখানে না বসে সেক্ষেত্রে পুরুষ শিক্ষার্থীরা বসতে পারবে কিন্তু সেক্ষেত্রে যে কোন নারী শিক্ষার্থী অনুরোধ করলে পুরুষ শিক্ষার্থী উঠে যেতে বাধ্য থাকবে।
শিক্ষার্থীরা জানান, নারী শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা শুধু একটি নীতিগত বিষয় নয়, বরং এটি আমাদের নৈতিকতা । বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জয়া বলেন,
সত্যি বলতে এই উদ্যোগ টা অনেক আগেই নেওয়া উচিত ছিল। এমনিতেই আমাদের ভার্সিটির যাতায়াত অবস্থা খুবই নাজেহাল।
তার উপর পর্যাপ্ত সিট না পেলে নারী শিক্ষার্থীদের আরো ভোগান্তি। বিশেষ করে মাইক্রো গুলোতে। দেরি করে হলেও এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিআইইউ কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি এর পরিপূর্ণ বাস্তবায়ন হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/