শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোটসহ মোঃ রাসেল মন্ডল(৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার( ০৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টার টিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহলীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা মোঃ রাসেল মন্ডলকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৪৮৮ টি নোট,মোট ২ কাখ ৪৪ হাজার জাল টাকা পাওয়া যায়।
গৃেফতারকৃত রাসেল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশের দাবি রাসেলের বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার বলেন, ঈদকে কেন্দ্র করে জাল টাকার নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে।
আমরা বিষয়টি তদন্ত করছি।তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/