শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সেপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনা স্হলেই নাজিম উদ্দীন(৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলের ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মৃত-খয়বর আলীর ছেলে।
সান্তাহার রেলওয় থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকা দিয়ে নাজিম উদ্দীন কোথাও যাচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নাজিম উদ্দীন নামে ওই পথচারী মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্হল থেকে নিহত নাজিম উদ্দীনের মরদেহ উদ্ধার করে। এবিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/