জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে রর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউস মাঠে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, বিসিক এর উপ পরিচালক লিটন চন্দ্র, নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।
মহড়ায় অগ্নি নির্বাপণ বিষয়ক সাধারণ কৌশল প্রদর্শন করা হয়। মহড়া শেষে দুর্যোগ প্রস্তুতি দিবস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ মতামত প্রকাশ করেন এবং পরিশেষে জেলা প্রশাসক মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/