২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় সারাদেশে কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে তিন শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ পর্যালোচনায় গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন ধারা অনুযায়ী শিক্ষার্থীদের শাস্তির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদে শাস্তি পান।
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/