আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার আলপাকা বাজারে বিভিন্ন দোকানে ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে কথিত সাংবাদিক সাদেকসহ ৪ জনকে আটক করে জনতা পরে পত্নীতলা থানা পুলিশের হাতে সোপর্দ করেন ।
রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় দিবর ইউনিয়নের আলপাকা মোড়ে হোটেল এবং মুদি স্টোর সহ কিছু দোকানে ম্যাজিষ্ট্রেট সেজে দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কথিত সাংবাদিক সাপাহার মির্জাপুর কাটাপাড়া গ্রামের ছাদেক উদ্দীন, গাঞ্জাকুড়ি গ্রামের কথিত সাংবাদিক রায়হান মিস্ত্রি , কথিত সাংবাদিক বাদ কহেন্দা সারোপাড়া গ্রামের মুক্তার হোসেন, ক্যামেরা পারসন গোডাউন পাড়ার শিমলতলি গ্রামের মোমেনুল হক আকাশ।
মোবাইল কোর্ট পরিচালনায় সময় থানা পুলিশ/ আনসার বাহিনী তাদের সাথে না থাকায় ভুক্তভোগী দোকানদার তরিকুল এবং পার্শ্ববর্তী দোকানদার আজিজুল ইসলামের সন্দেহ হয়।
এসময় তাৎক্ষণিকভাবে মোড়ের সমস্ত দোকানদারদের ডেকে তাদের সাথে কথা বলতে গিয়ে স্পষ্ট হয় যে তারা ভুয়া ম্যাজিস্ট্রেট ;ফলে তারা জনতার হাতে আটক হয়।
এর আগে আটক ব্যাক্তিরা একটি আদিবাসী পল্লী’র একটি বাড়িতে ঢুকে ট্রাঙ্কের তালা খুলে টাকা ও সোনা লুট করে।
স্থানীয় জনতা পরবর্তীতে পত্নীতলা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/