শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানায় মামলা করতে আসা নারীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে থানার উপ-পরিদর্শক(এসআই) জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার এসআই জাহিদ হাসানকে সদর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিক অভিযোগের পরিপেক্ষিতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। থানা থেকে প্রতিবেদন পাওয়া গেলে সাময়িক বরখাস্ত করা হবে।
জানা গেছে,মা ও বোনকে মারধরের ঘটনায় বগুড়া শহরের হাড্ডিপট্রি এলাকার আরিফুল ইসলামের মেয়ে আফসানা জাহান গত ১৬ মার্চ মামলা করতে বগুড়া সদর থানায় যান।
থানায় ডিউটি অফিসার এসআই জাহিদ হাসান মামলার খরচ বাবদ ১০(দশ) হাজার টাকা দাবি করেন। এসময় আফসানা বলেন,এত টাকা নেই।
এই কথা বলার একপর্যায় তাঁর হাতে থাকা ৩ (তিন) হাজার টাকা কেড়ে নেয় ও আরও ৭(সাত) হাজার টাকা নিয়ে আসতে বলেন তিনি। সন্ধ্যা পর্যন্ত থানায় বসে থেকে বাড়ি ফিরে যান আফসানা জাহান।
মামলা রেকর্ড না হওয়ায় পরদিন সোমবার(১৭ মার্চ) আবারও থানায় যান আফসানা জাহান।
এসময় তিনি একজন সংবাদকর্মীর মধ্যমে বিষয়টি থানার ওসিকে জানালে এসআই জাহিদ তিন হাজার টাকা ফেরত দেন এবং মামলা রেকর্ড করেন।
এঘটনায় উপ-পরিদর্শক এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/