জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান, ২০২৪ এ শহীদ ও আহতদের কল্যাণার্থে চেক ও স্বাস্থ্য কার্ড জয়পুরহাটে বিতরণ করা হয়েছে। আহত ও নিহতের পরিবারের মাঝে সর্বমোট ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন যুগ্মসচিব,জেলা প্রশাসক জয়পুরহাট ও প্রশাসক জেলা পরিষদ আফরোজা আকতার চৌধুরী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন।
নিহত পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ বিশালের মা বুলবুলি খাতুন, আহতদের মধ্যে বক্তব্য দেন রাজু আহমেদ, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ প্রমুখ।
জেলা পরিষদের সহযোগিতায় ৪ জন শহীদ পরিবার প্রত্যেককে ২ লক্ষ টাকা করে এবং ৮৬ জন আহত ( ক শ্রেণীর অতি গুরুতর আহত ৪ জন প্রত্যেককে ৩০ হাজার করে, খ শ্রেনীর গুরুতর আহত ২ জন প্রত্যেককে ২৫ হাজার, গ শ্রেণীর আহত ৮০ জন প্রত্যেককে ২০ হাজার করে সর্বমোট ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/