জয়পুরহাট প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আব্দুর রউফ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/