জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৫ টাকায় ঈদ বাজার দিয়েছে সহায় জুলুম বস্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫'শ জন দরিদ্র পরিবারের মাঝে তুলে দেওয়া হয় এই ঈদ বাজার।
এ ঈদ বাজারে ছিলো সেমাই, চিনি, তেল, চাল, আলু পেয়াজ, গুঁড়া দুধ, বিস্কুটসহ একটি করে মুরগী।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে 'সহায়' নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী।
অসহায় মানুষেরা ঈদের দিনটি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজার প্রদান করেছেন। তাদের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত সফল ভাবে কাজ করে যাচ্ছে সহায় (জুলুম বস্তি) নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/