★★আমার বন্ধু আমার কাছে, চাঁন্দেরই আলো, হোকনা সে অন্ধ বোবা, কালোর চেয়ে কালো” এমন কথামালায় সাজানো ঈদের জন্য নতুন একটি দ্বৈত গানের রেকর্ডিং গতকাল রাতে ঢাকায় এফ এ সুমনের ষ্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন এফ এ সুমন ও সুবর্ণা মল্লিক। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সুর সংগীত করেছেন এফ এ সুমন। চাঁন্দেরই আলো” শিরোনামের গানটি রেকর্ডিং শেষে সঙ্গীতশিল্পী ও সুরকার এফ এ সুমন জানান - একদম মেলোডিয়াস গান চাঁন্দেরই আলো। এমন গান না দেখে শুনলেও ভালো লাগবে। কানে থেকে মনে লেগে থাকবে। আশিক বন্ধুর বাছাইকৃত পছন্দের কথায় প্রথমবার গাইলাম। গানটিতে আমার শ্রোতারা আমার সেই আগের জনপ্রিয় গানের মতো আমাকে খুঁজে পাবে। অ্যাডভোকেট ও কণ্ঠশিল্পী সুবর্ণা মল্লিক বলেন -গানের কথাগুলো অসাধারণ লিখেছেন আশিক বন্ধু। এবং এফ এ সুমন ভাইয়ের সুর কন্ঠে একসাথে গাইতে পেরে আমার অনেক ভালো লাগছে। অত্যন্ত শ্রুতিমধুর ও মিষ্টি একটা গান করতে পেরে আনন্দিত। ঈদে সবাই গানটি শুনবেন, অনুপ্রাণিত করবেন। গানটির অডিওর কাজ শেষে এখন ভিডিও এডিটিং চলছে। ঈদ উপলক্ষে গানটি প্রকাশ হবে এসআরএম মিউজিক সেন্টার এর ইউটিউব চ্যানেলে ৩০ শে মার্চ সন্ধ্যায়
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/