জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পূর্ণ মিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট (টিএসপিএল) তেঘর স্কুল প্রিমিয়ার লীগ সিজন -৭ এর উদ্বোধনী অনুষ্ঠান বিকেলে তেঘর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টিএসপিএল সিজন-০৭ এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আকতার চৌধুরী।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্ব বক্তব্য দেন দেশ জাতীয় দলের ফুটবলার মোঃ আফজাল হোসেন, টূর্ণামেন্ট এর সিনিয়র যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান।
এসময় উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব জাহিদ ইকবাল, স্কুলের সাবেক ছাত্র আইয়ুব আলী, আব্দুল আলীম, খালেদ হোসেন, ইসমাইল হোসেনসহ টিএসপিএল খেলায় অংশগ্রহণ কারী সকল দলের খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানের আহবায়ক গোলজার হোসেন বলেন টিএসপিএল একটি পূর্ণ মিলনী অনুষ্ঠান। এই টূর্ণামেন্ট এর উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখা। সকলের সহযোগীতা পেলে এই রকম খেলা ভবিষ্যতে করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/