আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় সহায়তা প্রদান করতে একটি কন্ট্রোল রুম চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
আজ রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতরের ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামীকাল ০৭ এপ্রিল অফিস খুলছে। আগামী পরশু ০৮ এপ্রিল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে।
ছুটি শেষে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর ০১৭৬৫৩৩৩৯৫৮।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে গার্ড, আনসার এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রশাসন আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই এবং নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদান করা হবে এবং নিরাপত্তা পরিস্থিতি তদারকি করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/