শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মাণ পলিথিন জব্দ করা হয়েছে।
০৬ এপ্রিল (রোববার) বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় বগুড়া সদরের সাবগ্রাম এলাকার অটোরিকশা চালক কায়েস উদ্দিন (৪০) নামে এক জনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (২০১০ সংশোধন) এর ৬ (ক) ধারায় নগদ ১০(দশ) হাজার টাক জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান।
প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশে অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
এসময় এ অভিযানে সহায়তা করেন থানার পুলিশ এসআই আবু সাঈদসহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা বি-ব্লক এলাকায় ভ্রাম্যনাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি অটোরিকশা তল্লাশী চালিয়ে ৮ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/