জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এক বিবৃতি দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পাওয়া তানজিম ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এ ছাড়া লাল-সবুজের জার্সিতে সাদা বলে ২৮টি ম্যাচ খেলেছেন এই পেসার।
বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে নভেম্বরে। ইনজুরির কারণে সেই সিরিজের দলে ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। শান্ত দলে ফেরায় তার নেতৃত্বেই খেলবে বাংলাদেশ।
এ ছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান। দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য লিটন দাস আছেন ছুটিতে।
গোড়ালির ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, গোড়ালির হাড় বৃদ্ধির কারণে তাসকিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে।
সিলেটে ২০ এপ্রিল প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/