মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রাকিব মোল্লা নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত রাকিব মোল্লা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে।
তিনি পতিত স্বৈরাচার সরকার সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের প্রতিবেশী।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দক্ষিণখান এলাকায় ইন্টারনেট ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইমতিয়াজ ও সেলিমের সঙ্গে বিরোধ চলছিল রাকিব মোল্লার।
রাতে রাকিব যখন দক্ষিণখানে অবস্থান করছিলেন, তখন ইমতিয়াজ, সেলিমসহ আরও চার—পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
রাকিব মোল্লা গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব খান মো. জাহিদুল ইসলাম।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/