জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঐতিহ্যবাহী বায়তুন নূর জমে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা সংবাদ প্রচার এবং মসজিদের সভাপতি আব্দুল হাকিম মন্ডলকে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন করেছে বায়তুন নূর জামে মসজিদের সর্বস্তরের মুসল্লীরা।
রোববার বিকেল পাঁচবিবি তিনমাথা মোড়ে বায়তুন নূর জামে মসজিদের সর্বস্তরের মুসল্লী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এসময় পৌর বিএনপির আহবায়ক ও মসজিদ কমিটির সদস্য আবু হাসনাত হেলাল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মসজিদ কমিটির সদস্য আবুজার রহমান, পাঁচবিবি বনিক সমিটির সভাপতি তাইজুল ইসলামসহ স্থানীয় মসজিদের মুসল্লীরা।
বক্তব্য বলেন, ঐতিহ্যবাহী বায়তুন নূর জমে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা সংবাদ প্রচার এবং মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডলকে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেইসাথে ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবিও জানানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/