রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করে আসছি।
এই সংগ্রামে আমরা হারিয়েছি হাজার হাজার সহকর্মীদের। রক্ত দিয়েছে ছাত্র জনতা। কিন্তু আজও ষড়যন্ত্র থেমে নেই।
পতিত স্বৈরাচার যেমন উন্নয়নের ধুয়া তুলে গণতন্ত্রকে ঢেকে রাখত এই সরকারও সংস্কারের নামে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি।
আজ রবিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পুরাতন বাজার এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে অঙ্গীকার করেছিল অঙ্গীকার পূরণ করে ঘরে ফিরবে। এই পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথেই থাকবে।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবু শাহেদ মোঃ শাহিদুল আকরাম, পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/