তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্য নিয়েই অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার তুরস্কে অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম ২০২৫’-এর সাইডলাইনে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, “শেখ হাসিনার শাসনামলে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও প্রাতিষ্ঠানিক অস্থিতিশীলতা কাটিয়ে ওঠার জন্য সরকার এখন সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রে উত্তরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এবং প্রাতিষ্ঠানিক সংস্কার—এই তিনটি বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। একইসঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহির পরিবেশ তৈরিতেও আমাদের প্রতিশ্রুতি দৃঢ়।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/