শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সড়ক দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত।
১৫ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কালিতলা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী।বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসব তথ্য নিশিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আসলাম আলী।
পুলিশের এই কর্মকর্তা জানান,মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফজতে নিতে গেলে আহতদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়।
তারা কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারপিট করে এবং মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মঈনুদ্দিন এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি বলেন, আহত পুলিশ সদস্যরা এখন আশস্কামুক্ত।হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/