সিলেট প্রতিনিধি: আজ ৮ এপ্রিল মঙ্গলবার ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল আম্বরখানায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আক্রমণ নয়। তিনি আরো বলেন, যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের উপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই। আমাদের আন্দোলন গনহত্যা বন্ধ হওয়া পর্যন্ত চলমান থাকবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/