ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে নিজের প্রথম ম্যাচে হার দেখেছে শিরোপার অন্যতম দাবিদ্বার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই হারে দুইয়ে থেকে সুপার লিগে আসা মোহামেডানের হারে শিরোপার রেসে পিছিয়ে যায় মোহামেডান।
তানভীর ইসলামের ঘূর্ণি জাদু আর সাইফ হাসান-সৌম্য সরকারের ব্যাটে ভর করে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ।
মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ২৯.১ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে মোহামেডান। বৃষ্টির বাধায় সাদাকালো ক্লাবটি আর ব্যাটিংয়ে নামতে পারেনি। চার ঘণ্টা পর খেলা শুরু হলে বৃষ্টি আইনে রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান।
১৩.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। সাইফ হাসান ৪৪ বলে ৫৫ ও সৌম্য সরকার ৩৩ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার তানজীদ হাসান তামিম। এরপর আর উইকেট ফেলতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এর আগে ব্যাটিং করতে নেমে উইকেটের মিছিলে শুরু থেকে ধুঁকতে থাকে মোহামেডান। ১০০ রানে ৭ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন আনিসুল ইসলাম। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। তিনিও দায়িত্ব নিতে পারেননি।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর। ২ উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন শরিফুল ইসলাম-টিপু সুলতান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/