আবিদ, ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।
বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন অত্র কলেজে ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন ও সাধারণত সম্পাদক রবিউল ইসলাম রুবেল।এ সময় ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিল।
আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১.৩০ টার দিকে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এ সময় তারা"পারভেজ ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না" "খুন হয়েছে আমার ভাই,খুনি তোর রক্ষা নাই"" আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে" সহ বিভিন্ন স্লোগান দেন।
অত্র কলেজের সভাপতি জসিম উদ্দিন জানান,
আপনারা জানেন বিগত ২ দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী আমাদের সহযোদ্ধা ভাই পারবেসকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আপনারা যারা সাংবাদিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ দেখেছে একজন মেধাবী শিক্ষার্থীকে কিভাবে হত্যা করা হয়।
অত্র কলেজের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল জানান, আপনারা জানেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেজ ভাইকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বখাটে সন্তাসীরা তুসার হৃদয় সহ আমাদের সেই শিক্ষার্থী ভাইকে খুন করেছে তার প্রতিবাদে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি আমরা বলতে চাচ্ছি এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনায় যারা প্রকৃত ভাবে দোষী তাদের আমরা শাস্তি কামনা করছি।
আমরা চাচ্ছি এই ঘটনা যাতে দ্বিতীয়বার বাংলাদেশের কোনো ক্যাম্পাসে না ঘটে। আমরা চাই প্রতিটা ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে সবাই রাজনীতি করবে যার যার মত আছে সে প্রকাশ করবে কিন্তু এখানে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তার জবাব আমরা শক্তভাবে দিব।
এই বিষয়ে অত্র কলেজর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ জানান,আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভের সঙ্গে ছাত্রদল নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাই।
একটি স্বাধীন, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কোনো অপরাধ হতে পারে না। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই বর্বর হত্যাকাণ্ড শুধুই একটি জীবন কেড়ে নেয়নি, এটি দেশের ছাত্র রাজনীতির ওপর আরেকটি আঘাত করেছে।
আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি। দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে—এটাই ন্যায়ের দাবি, এটাই জনগণের প্রত্যাশা। বিচারহীনতার সংস্কৃতি এই দেশে আর চলতে পারে না।"
গত ১৯ এপ্রিল শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে।
জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের বিরুনিয়া ইউনিয়নে। এ হত্যার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/