সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাজাহান খান আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
সোমবার ঢাকার শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুট ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহদী হাসানের আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় সাংবাদিকরা নির্বাচন নিয়ে প্রশ্ন করলে শাজাহান খান বলেন, “অবশ্যই নির্বাচন করবো।” তিনি আরও বলেন, “রাজাকাররা আজ ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা বন্দী জীবন কাটাচ্ছে।”
এছাড়া, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শাজাহান খান বলেন, “আমি শুধু সত্যটাই বলেছি—যা ঘটেছে, সেটাই বলেছি।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/