জয়পুরহাট প্রতিনিধিঃ স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সালেকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জাকস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুল আমিন, এসো' র নির্বাহী পরিচালক মতিউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম। সকল সচেতন জনগোষ্ঠিকে অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/