তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধিঃ বিএসসি (স্নাতক) কৃষিবিদদের প্রতি বৈষম্য করা হচ্ছে দাবি করে এবং এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর কৃষি বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করে।এ সময় কৃষি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি লিখিত বার্তায় বলা হয়,"সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা কৃষির শিক্ষার্থীরা তাদের কিছু দাবির পক্ষে আন্দোলন, অবরোধ এবং নানান কর্মসূচি পালন করছেন।
তাদের এই দাবিগুলোর মধ্যে দুই/একটি যৌক্তিক হলেও, অধিকাংশ দাবিই অযৌক্তিক এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
ফলে কৃষি শিক্ষা ব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি এবং পেশাদারিত্বের কাঠামো বিঘ্নিত হবে বলে মনে করছি। এরই পরিপ্রেক্ষিতে আমরা, বিএসসি কৃষির শিক্ষার্থীরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই।
একই সঙ্গে, আমরা আমাদের ৬ দফা যৌক্তিক দাবি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনসাধারণের কাছে তুলে ধরতে চাই, যা কৃষি খাতের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হলোঃ
১. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান) চাকরিতে বিএসসি ও ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
২. বিসিএস পরীক্ষা ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে যোগদান করা যাবে না; ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে
৩. বিএডিসিসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে
৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না
৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের পূর্বে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিফতর) এর অধীনেই রাখতে হবে।
ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে তাদের উদ্দেশ্যে বলেন,"তোমরা শিক্ষার মান উন্নয়ন চাও,শিক্ষক সংকট নিরশন চাও, মাঠ সংযুক্তি ভাতা চাও, ফাউন্ডেশন ট্রেনিং চাও।
কিন্তু তোমরা বিএসসি পদমর্যাদা চাও, কৃষিবিদ টাইটেল চাও, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আসন সংরক্ষন চাও, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে শুধু নিজেরাই থাকতে চাও এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটভুক্ত হতে চাও।
তোমাদের এসব অযৌক্তিক, অগ্রহণযোগ্য দাবিতে বিএসসি কৃষিবিদরা কখনোই সমর্থন করবে না।"
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/