মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর চাঁন্দগাও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালক এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। জানাযায় সকাল থেকে ব্যাটারিচালিত রিক্সা চালকদের বেশ কয়েকটি গ্রুপ মিছিল সহকারে বাহির সিগন্যাল কাপ্তাই রাস্তার মাথার দিকে এগুতে থাকে।
এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। তাদের মধ্যে কেউ কেউ পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এসময় পুলিশ আন্দোলনকারীদের সামনের দিকে ধাওয়া দিলে তারা বাহির সিগন্যাল এর দিকে দৌড়ে গিয়ে সেখানে জড়ো হয় এবং সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে।
এসময় পুলিশের একজন সদস্যকে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর অতিরিক্ত ফোর্স ঘটনা স্থলে উপস্থিত হয়।
এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মূলত নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘মারামারি এখনো চলছে, আপনাদের সঙ্গে কথা বলতে গেলে মাইর খাইতে হবে।’
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/