রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবীতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়পুরহাট জেলা শাখার নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।
জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন ওরিয়ার্স অফ জুলাই, জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাসেদুল ইসলাম, সদস্য মোরসালিন ইসলাম, সহ মুখপাত্র মোছা: শিফা, শিক্ষার্থী বোরহান উদ্দিন, শিক্ষার্থী, গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সালেহুর রহমান সজীব ও রাহিছুল ইসলাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/