পাকিস্তান-ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।
এ সময় দার ভারতীয় অভিযোগকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে কোনো উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। তিনি ইরানের ভূমিকার প্রশংসা করে বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পাকিস্তান কেবল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে, এমনটি মনে করছেন পর্যবেক্ষকরা। এছাড়াও, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাসকাটে অনুষ্ঠেয় সংলাপের জন্য পাকিস্তান শুভকামনা জানায়।
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত করা।
জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল এবং বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি, পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/