জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পুকুরে ডুবে মা’রা গেছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল।
জানা যায়, শনিবার দুপুরে আটজন বাচ্চা বাড়ির পার্শ্বে খলিলের পুকুরে গোসল করতে যায়। এসময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে মারা যায়।
তাজরিন বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
এমন ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/