পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধান করতে বাংলাদেশ সবসময় আলাপ-আলোচনার পক্ষে। তিনি আরও বলেন, যদি দুটি দেশ চায়, তবে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, তবে তা শুধু তখনই, যখন তারা আমাদের সহায়তা চাইবে। আগেভাগে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয় ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, ‘‘আমাদের অবস্থান পরিষ্কার, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জিং হলেও, আমরা চাই না যে কোনো বড় সংঘাত সৃষ্টি হোক, যা পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘এ মুহূর্তে আমরা মনে করি না যে, মধ্যস্থতার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা চাই, ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করুক। তবে যদি তারা আমাদের সহায়তা চায়, তাহলে আমরা সহায়তা দিতে প্রস্তুত।’’
উল্লেখযোগ্যভাবে, তৌহিদ হোসেন বলেন, ‘‘আমরা চাই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।’’
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়বে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘আধুনিক যুগে সব কিছুই কিছুটা হলেও পরস্পরকে প্রভাবিত করে, তবে আমাদের উপর সরাসরি কোনো প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ এ পরিস্থিতিতে কোনো পক্ষ নেনি।’’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/