মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ উপলক্ষে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কালুরঘাট অঞ্চল এর পক্ষ থেকে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় নগরীর চাঁন্দগাও থানাধীন সিএন্ডবি রাস্তার মোর থেকে শুর হয়ে এই র্যালি,বাহির সিগনাল হয়ে সিন্ডবি রাস্তার মোর পর্যন্ত এসে অবস্থান নেয় এবং সমাবেশ করে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাদিজা আক্তার, সাধারণ সম্পাদক সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। মো: আলাউদ্দিন সহ : সাধারণ সম্পাদক সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
এতে আরো উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক এর বিভিন্ন পদে অবস্থানরত নারী এবং পুরুষ।
মহান মে দিবস ২০২৫ উপলক্ষে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতানেত্রীদের বক্তব্যে তারা বলেন বাঁচার মত মজুরি, যখন তখন শ্রমিক ছাটাই, মাতৃত্ব কালীন ছুটি মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদির কথা উল্লেখ করে বক্তব্যের মাধ্যমে শান্তি পূর্ন ভাবে এই র্যালি এবং সমাবেশ সমাপ্ত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/