শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুল রহমান।
শনিবার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ অন্যান্য স্হানীয় কর্মকর্তারা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান,সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন অবস্থা সরেজমিনে পর্যালোচনা করতেই দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুল রহমান শিবগঞ্জে আসেন।
এসময় তিনি একটি সিসি ঢালাই রাস্তা ও একটি কাঁচা মাটির রাস্তা পরিদর্শন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/