শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মাসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির দুই সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (০৩ মে)দিবাগত রাতে বগুড়া জেলা শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার বিভিন্ন আলামতসহ দুই প্রতারককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই প্রতারক হলেে-বগুড়া জেলা শহরের শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু(৪০) ও বায়েজিদ মিয়া(৩৮)। এসময় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা এলাকার সাকিব মিয়াকে(১৮) উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
অভিযানকালে সেখান থেকে চাকরি প্রত্যাশী সাকিব মিয়াকে উদ্ধার এবং প্রতারক চক্রের সদস্য বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়।
পরে বায়েজিদের দেয়া তথ্যের ভিত্তিতে জেলার শাকপালা এলাকায় নিজ বাসা থেকে প্রতারক চক্রের অন্যতম হোতা তাহের আলী রঞ্জুকে গ্রেফতার করা হয়।
এসময় ৭ (সাত) জন চাকরি প্রত্যাশীর আসল এইসএসসি সনদ, ৪টি ব্যাংক চেক এবং ১৪টি স্বাক্ষরকৃত ফাঁকা, স্ট্যাম্প উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়ার ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিক বলেন,"এই চক্রটি মূলত বিভিন্ন বাহিনীতে চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রত্যারণা করত।
কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তা নিজেদের কৃতিত্ব দাবি করে চুক্তি মোতাবেক অর্থ হাতিয়ে নিত।
তিনি আরও জানান,সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগে অন্তত ৫(পাঁচ)জন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে এই চক্রটি।
তবে তাদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধ আইনগত ব্যবস্হা নিতে তাদেরকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, সেনাবাহিনীর অভিযানে আটক দুইজন থানা হাজতে রয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ রবিবার আদালতে পাঠানো হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/