আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের অন্যতম পাবলিক পূর্ণ আবাসিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
প্রকৃতি, জলাশয় আর সবুজে ঘেরা পরিবেশ এই ক্যাম্পাসকে করেছে অনন্য। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠান দিনে দিনে উন্নত হয়েছে, বেড়েছে বিভাগ, অনুষদ, ইন্সটিটিউট।
তার সাথে বেড়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর সংখ্যা। তাদের যাতায়াতের জন্য বিভিন্ন যানবাহনের ব্যবহার বেড়েছে, কিন্তু প্রতিষ্ঠার অর্ধশত বছর পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নেই ফুটপাত।
বিভিন্ন সময়ে অনিরাপদ চলাচলের ব্যবস্থার কারণে দুর্ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনই ফুটপাত নির্মাণের জন্য পরিকল্পিত কোনো প্রকল্প গ্রহণ করেনি।
ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ চলাচলের বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এরই প্রেক্ষিতে ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকবছরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহন সংশ্লিষ্ট দূর্ঘটনার সংখ্যা বেড়েছে।
সর্বশেষ গত বছরের অক্টোবরে রাস্তায় হাটতে গিয়ে রিকশার ধাক্কায় অকালেই ঝরে যায় প্রথম বর্ষের এক শিক্ষার্থীর প্রাণ।
তার আগের বছর একই ধরনের দূর্ঘটনায় আরেক শিক্ষার্থী দীর্ঘদিন ছিলেন আইসিউতে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে গত কয়েকবছরে বেড়েছে শিক্ষার্থী ও যানবাহনের সংখ্যা। মূল সড়কগুলোর দুপাশে হাটার জন্য পর্যাপ্ত জায়গা বা ফুটপাত না থাকায় বাধ্য হয়েই সড়ক দিয়ে হাটতে হচ্ছে তাদের।
ফলাফলস্বরূপ যানবাহনের ধাক্কায় আহতের ঘটনাগুলো বারবারই ঘটছে। পাশাপাশি এসব সড়ক এখন দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলে মরণফাঁদে পরিণত হয়েছে।
তাই শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত নির্মাণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী মেহজাবিন হৃদি বলেন, "ক্যাম্পাসের রাস্তাগুলোর সাথে ফুটপাথ না থাকায় রিকশা, ভ্যান, বাইসাইকেল ইত্যাদি যানবাহন এবং পথচারীরা একই রাস্তায় চলাচল করে৷
আমরা যারা বাইসাইকেল আরোহী, তাদের বেশ ভোগান্তি হয় এতে। বিশেষত লাঞ্চ আওয়ারে, ক্যাম্পাসের যে অংশগুলোতে খাবার হোটেল আছে সেদিকের রাস্তায় সাইকেল চালানো কিছুটা ঝুঁকিপূর্ণই হয়ে ওঠে।"
৫১ তম আবর্তনের শিক্ষার্থী সেজানুর রহমান বলেন, "রাস্তা দিয়ে মানুষ হাটার কারণে গাড়ি(সাইকেল রিকশা,কার্ট) চলাচলে অসুবিধা হচ্ছে।
তাই এক্সিডেন্ট হওয়ার ঝুকি রয়েছে ফুটপাত না থাকার কারণে। ফুটপাত থাকলে পথচারী এবং বিভিন্ন যানবাহনের চালক সবাই টেনশন ফ্রি চলাচল করতে পারবে বলে মনে করি।"
শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত নির্মাণের বিষয়ে পরিকল্পনা রয়েছে কিনা জানতে চেয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/