শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বারবার অনিয়মের অভিযোগ উঠলেও সংশোধন না হওয়ায় আবারও সিলগালার পাশাপাশি এক লাখ ৭৫ হাজার টাক করা হলো বগুড়ার বেসরকারি ক্লিনিক ‘দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার।
৪ মে (রোববার) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথবাহিনীর অভিযানে ক্লিনিকটিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ উল হক।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের মাধ্যমে ফুঁসলিয়ে দিগন্ত ডায়াগনস্টিকে নিয়ে যাওয়া হতো।
সেখানে ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হতো।
অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
অভিযান চলাকালে দালালের মাধ্যমে ৬ রোগীর কাছ থেকে আদায় করা ১২ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
পাশাপাশি ভুয়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা দেওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসক ডাঃ আবু আহমেদ ফয়সালের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ক্লিনিকের পরিচালক জরিমানার অর্থ পরিশোধ করেন।
উল্লেখ্য: একই ধরনের অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ২০২২ সালে প্রথম সিলগালা করে প্রশাসন। এরপর ২০২৪ সালে আবারও দেড় লাখ টাকা জরিমানা করে।
তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি অনিয়ম অব্যাহত রাখায় এবার তৃতীয়বারের মতো সিলগালা ও এক লাখ ৭৫ হাজার টাকা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/