ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির ২ বছর মেয়াদি কমিটির সময় শেষ হওয়ায়। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিক সমিতির নির্বাচন।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান কমিটির সভাপতি, সম্পাদক ও উপদেষ্টাদের উপস্থিতিতে সুষ্ঠু কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে।
ডিআইইউ সাংবাদিক সমিতির সদস্যগণ ইতিমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি এবং সকলকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে বলেছেন।
তিনি জানান, আমাদের নতুন কমিটির দায়িত্বে আসা সকলকে সাহসী ও অন্যায়ের চোখে, চোখ রেখে কথা বলতে হবে। আমরা কমিটিতে না থাকলেও তোমাদের পাশে সবসময় থাকবো বলে ব্যাক্ত করেন।
সম্পাদক বলেন, আমরা এবারো নানান আয়োজনের মধ্যে দিয়ে ২৫-২৬ কার্যনির্বাহী কমিটিরকে বরন করে নিবো।
তাদের জন্য থাকবে অসম্ভব কিছু কর্মশালা যা, তাদের সাংবাদিক ও জীবন চলার পথে অনেক কাজে দিবে। সকালে জন্য শুভ কামনা জানিয়ে কথা শেষ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/